ত্বকী হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার

প্রকাশকালঃ ০১ অক্টোবর ২০২৪ ০৭:৩৮ অপরাহ্ণ ৩৩৮ বার পঠিত
ত্বকী হত্যা মামলায় আরও এক গ্রেপ্তার

ঢাকা প্রেস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
 

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুন। তাকে গতকাল সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে একটি দূরপাল্লার বাস থেকে আটক করা হয়। তিনি বরিশালের চরমোনাই এলাকার বাসিন্দা।
 

মামুন দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে। তাকে খাগড়াছড়ির রামগড়ে যাওয়ার পথে তাবলিগ জামাতের ছদ্মবেশে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছে এবং জেলহাজতে পাঠানো হয়েছে। আগামী ৬ অক্টোবর তার রিমান্ড শুনানি হবে।