‘ধুম ফোর’ সিনেমায় কি সত্যি দেখা যাবে রণবীর কাপুরকে?

প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৪ অপরাহ্ণ ৪৫৯ বার পঠিত
‘ধুম ফোর’ সিনেমায় কি সত্যি দেখা যাবে রণবীর কাপুরকে?

বলিউডে বেড়েই চলেছে ফ্র্যাঞ্চাইজি সিনেমার সংখ্যা। এরমধ্যে অন্যতম জনপ্রিয় সিনেমা যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি। দীর্ঘদিন ধরে 'ধুম' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। সিনেমাটির মুক্তির আগে থেকেই দর্শকের আগ্রহের শেষ নেই। এবার নতুন করে আলোচনায় ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা  ‘ধুম ফোর’। এই সিনেমায় রণবীর কাপুরের যোগদান দর্শকদের আরও উত্তেজিত করে তুলেছে।

 

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ‘ধুম ফোর’-এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সিনেমার এক সূত্র জানায়, রণবীরের সঙ্গে বহুদিন ধরে এ বিষয়ে কথাবার্তা চলছে। তিনি সবসময় সিনেমাটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে তাকে। 'ধুম ফোর' সিনেমাটি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নির্মিত হবে। দর্শকরা এমন কিছু দেখতে পাবেন যা আগে কখনো দেখেননি। সিনেমাটির শুটিং ২০২৫ সালের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৬ সালে সিনেমাটি মুক্তি পাবে