দ্বিতীয় টেস্টে বুমরাহ বিশ্রামে থাকতে পারেন, খেলতে পারেন কুলদীপ ও সরফরাজ।
প্রকাশকালঃ
২৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:০২ অপরাহ্ণ ৬৫৩ বার পঠিত
ঢাকা প্রেস-
বার্তাকক্ষ-
বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে আসছে বেশ কয়েকটি পরিবর্তন। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ও অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি সামনে রেখে শেষ টেস্টে জাসপ্রিত বুমরাহকে বিশ্রামে রাখবে ভারত। তার পরিবর্তে একাদশে দেখা যাবে কুলদীপ যাদব। চেন্নাইয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি লোকেশ রাহুল। কানপুরে তাকেও বিশ্রামে রাখার আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে হারিয়ে ঘরের মাঠে টানা ১৮ টেস্ট সিরিজ জিতে নেয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না টিম ইন্ডিয়া।
এছাড়াও সুযোগ পেতে পারেন সরফরাজ খানও। বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ ছিলেন লোকেশ রাহুল। তাকে এই টেস্টে বিশ্রামে রাখা হতে পারে।