দুই দিনব্যাপী ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০’ শুরু হতে চলেছে
প্রকাশকালঃ
৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৫ অপরাহ্ণ ৫৪৮ বার পঠিত
বিজ্ঞানের অসীমতাকে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে দুই দিনব্যাপী বিজ্ঞান উৎসব ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০’ শুরু হতে চলেছে রাজউক উত্তরা মডেল কলেজে। ‘গ্র্যাব বিয়ন্ড দি ইনফিনিটি’ স্লোগানকে সামনে রেখে রাজউক কলেজ সায়েন্স ক্লাব আয়োজিত এ অনুষ্ঠান ২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩ অক্টোবর পর্যন্ত।
উৎসবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহীসহ সারা দেশের এক শতাধিক স্কুল-কলেজের প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। উৎসবে ম্যাথ, ফিজিকস, কেমিস্ট্রি, বায়োলজি, প্রবাবিলিটি অলিম্পিয়াডসহ থাকছে ১৩টি অলিম্পিয়াড।
স্কুল-কলেজের খুদে বিজ্ঞানীদের সম্ভাবনাময় উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনের জন্য থাকছে প্রজেক্ট ডিস্প্লে, ওয়াল ম্যাগাজিনসহ একাধিক গ্রুপ সেগমেন্ট। অনুষ্ঠানের প্রথম দিনে থাকছ ১৩টি অলিম্পিয়াডসহ বিজ্ঞানবিষয়ক সেমিনার ও দ্বিতীয় দিনে থাকছে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী। এ ছাড়া এদিন বিজ্ঞানপ্রেমীদের মাঝে অভিজ্ঞতা শেয়ার করতে আসছে ‘ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অব ইনফরমেটিকস’-এ বাংলাদেশের প্রথম স্বর্ণপদকজয়ী দল।