মঈনুদ্দীন শাহীন ( ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার দুটি সময়সীমা নির্ধারণ করেছে। তার মতে, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, অথবা বড় ধরনের সংস্কার হলে তা জুনের মধ্যে সম্পন্ন হবে। তিনি আরও জানান, এবারের নির্বাচনে মৃত ভোটার বাদ দেওয়ার পাশাপাশি নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ প্রকাশিত হবে।
রোববার দুপুরে কক্সবাজারে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
নির্বাচন কমিশন সবার অংশগ্রহণে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় উল্লেখ করে সিইসি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন, সে বিতর্কে কমিশন যেতে চায় না। আপাতত আমাদের প্রধান লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা। বর্তমান তালিকায় প্রায় ১৬ লাখ মৃত ভোটার রয়েছে, যাদের বাদ দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
বর্তমান প্রশাসনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, “যারা বর্তমানে প্রশাসনে আছেন, তারা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন পরিচালনা করেছেন। নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপ বা সিদ্ধান্ত গ্রহণ করবে না।”
তিনি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের আইন অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন এবং কমিশনের পক্ষ থেকে তাদের প্রতি সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সভায় কক্সবাজারের পুলিশ সুপার, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সব অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।