চারঘাটে প্রতিবন্ধীদের হুইল চেয়ারসহ উপকরণ ও এককালীন অনুদান বিতরন অনুষ্ঠান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ আগu ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
চারঘাটে প্রতিবন্ধীদের হুইল চেয়ারসহ উপকরণ ও এককালীন অনুদান বিতরন অনুষ্ঠান

মোঃ শফিকুল ইসলাম চারঘাট (রাজশাহী):-

 

রাজশাহীর চারঘাটে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ ও এককালীন অনুদান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন  জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতৃর্ক প্রাপ্ত হুইল চেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ এবং এককালীন অনুদান বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভা ও এককালীন অনুদান চেক বিতরন করা হয়।


এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান,নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন ও চারঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ষষ্ঠী  পাহাড়ীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও প্রতিবন্ধীবৃন্দ।