**বগুড়ায় এনসিপির সমাবেশে সংঘর্ষ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের দফায় দফায় মারামারি**

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ   |   ৭২ বার পঠিত
**বগুড়ায় এনসিপির সমাবেশে সংঘর্ষ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের দফায় দফায় মারামারি**

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:

 

বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি ও দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছালে, ছাত্র আন্দোলনের একটি পক্ষ স্লোগান দিতে শুরু করে। মঞ্চে বক্তব্য চলাকালে এই স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।


সংঘর্ষের মধ্যেও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, কেন্দ্রীয় নেতা নাজমুল ইসলাম ও সাদিয়া ফারজানা। সারজিস আলম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেন। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের সাতমাথা এলাকা ঘুরে আসে। মিছিলে পুলিশের কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়।


বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান, “সমাবেশে স্লোগান নিয়ে এনসিপির দুই অংশের মধ্যে সংঘর্ষ হয় এবং এক পক্ষ অপর পক্ষকে সমাবেশস্থল থেকে সরিয়ে দেয়।”


এনসিপির বগুড়া জেলা সংগঠক আহমেদ দাবি করেন, “বহিষ্কৃত এক কেন্দ্রীয় নেতার সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে আমরা তা প্রতিহত করে সমাবেশ সফলভাবে সম্পন্ন করেছি।”