ঢাকায় নকল আইফোন তৈরির কারখানা, তিন চীনা নাগরিক গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জানুয়ারি ২০২৬ ০৪:০৯ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
ঢাকায় নকল আইফোন তৈরির কারখানা, তিন চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীতে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা যন্ত্রাংশ ব্যবহার করে নকল আইফোন তৈরির একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

ডিবির অভিযানে বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি আইফোন সদৃশ মোবাইল ফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং ফোন সংযোজনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কিছু বিদেশি মদও জব্দ করা হয়।
 

এ বিষয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ৭ জানুয়ারি ডিবি উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টি ফোনসহ একজন এবং নিকুঞ্জ-১ এলাকা থেকে ৩০৫টি ফোনসহ দুইজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।
 

উপকমিশনার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে। সেখানে যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো এবং সেগুলো আসল আইফোন হিসেবে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো।
 

তিনি আরও জানান, প্রায় দেড় বছর ধরে এই চক্রটি অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। এ সময়ে তারা বিপুল পরিমাণ নকল মোবাইল ফোন বাজারে ছাড়ে বলে ধারণা করা হচ্ছে।
 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, তদন্তে কয়েকজন বাংলাদেশি নাগরিকের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে। তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।