নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০১:৪৭ অপরাহ্ণ ০ বার পঠিত
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু

ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে ৯ মাসের শিশু আলিজা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার জোনাইল এলাকার শিমুলতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে এই দুর্ঘটনা ঘটে।

 

আলিজা খাতুন স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেনের মেয়ে। বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়, যা ছয় কক্ষ বিশিষ্ট পুরো দালানটি পুড়িয়ে দেয়। বাড়ির অন্যান্য সদস্যরা কোনোভাবে বের হতে পারলেও, আলিজা ভেতরে আটকা পড়ে এবং আগুনে পুড়ে প্রাণ হারায়।
 

দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে প্রায় ২৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
 

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।