রাস্তা বন্ধ করে কোটাবিরোধী আন্দোলন করলে ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি

প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৪ ০২:০৬ অপরাহ্ণ ৫৭২ বার পঠিত
রাস্তা বন্ধ করে কোটাবিরোধী আন্দোলন করলে ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি

রাস্তা বন্ধ করে কোটাবিরোধী আন্দোলন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ: মহিদ উদ্দিন ।

 

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর রমনার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

 

ড. খ: মহিদ উদ্দিন বলেন, জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশ আজ থেকে কঠোর অবস্থানে যাবে। এ সময় জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের কাছে অনুরোধ জানান তিনি।