ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ মার্চ ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ   |   ১১৬ বার পঠিত
ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু

ঢাকা প্রেস নিউজ

 

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। এই আনন্দ ভাগাভাগি করতে প্রতিবছরের মতো এবারও নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে, যারা আগেভাগে অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন।
 

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস, যা এবারের ঈদযাত্রার সূচনা করে। দেশের বিভিন্ন রুটের ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় পরিচালিত হচ্ছে, যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন হয়।
 

বাংলাদেশ রেলওয়ে আগেভাগে ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করেছে। যারা আজ যাত্রা করছেন, তারা এই সময়ের মধ্যেই তাদের টিকিট সংগ্রহ করেছিলেন।
 

স্টেশনে সরেজমিনে দেখা গেছে, ঘরমুখো মানুষের ঢল। কেউ যেন ট্রেন মিস না করেন, সে জন্য অনেকেই রাতের শেষ ভাগেই স্টেশনে এসে পৌঁছেছেন। তাদের চোখেমুখে ঈদের আনন্দের উচ্ছ্বাস স্পষ্ট।
 

অর্ণব নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, "ঈদ এখনও কয়েকদিন বাকি। কিন্তু শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই টিকিট কিনেছি। আজ বাড়ি যাচ্ছি, মা ও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করব।"
 

ব্যবসায়ী নাহিদ হাসান বলেন, "যে যেখানেই থাকুক না কেন, ঈদের সময় বাড়ি ফেরার আকাঙ্ক্ষা সবার মধ্যেই কাজ করে। আমারও ছিল। তাই অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম। আজ বাবা-মায়ের সঙ্গে ঈদ কাটানোর জন্য রওনা দিচ্ছি। সবার যাত্রা নিরাপদ হোক।"
 

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ ও র‍্যাব সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছেন।
 

একইসঙ্গে নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার মাধ্যমে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা হচ্ছে।