দিনাজপুরে মাদক কারবারিদের হামলায় দুই র‍্যাব সদস্য আহত

প্রকাশকালঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ ০৩:৫৮ অপরাহ্ণ ২২০ বার পঠিত
দিনাজপুরে মাদক কারবারিদের হামলায় দুই র‍্যাব সদস্য আহত

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে মাদক কারবারিদের হামলায় দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে র‍্যাব সদস্য এনামুল হক (২৬) দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরেক সদস্য গোলাম রহমান চিকিৎসা নিয়ে চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষায় র‍্যাব চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের পাশে নয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

দিনাজপুর র‍্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাজ্জাক খান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোটরসাইকেল নিয়ে কয়েকজন সদস্য শনিবার বিকেলে দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের পাশে নয়াবাড়ী গ্রামে অভিযানে যান। এ সময় তারা একজন চিহ্নিত মাদক কারবারিকে আটক করার সময় সংঘবদ্ধ মাদক কারবারিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে র‍্যাব সদস্য এনামুল হকের মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিজেদের আত্মরক্ষার জন্য চার রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে র‍্যাব। এ ঘটনায় একজন র‍্যাব সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আরেক র‍্যাব সদস্যের আহত হওয়ার খবর গ্রামবাসীর বরাতে জানা যায়। হাসপাতালের রেজিস্টারে দেখা যায়, বিকেল ৪টা ৩৬ মিনিটে র‍্যাব সদস্য এনামুল হককে এবং ৪টা ৪০ মিনিটে গোলাম রহমানকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

পরে গোলাম রহমান চিকিৎসা নিয়ে চলে যান। এনামুল হক সার্জারি ওয়ার্ডের ৬ নম্বর পেইং বেডে চিকিৎসাধীন রয়েছেন। দিনাজপুর র‍্যাব ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দু রাজ্জাক খান আরো জানান, এ ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় মামলা হয়েছে।