ইপিজেডে বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা ও প্রতারক প্রবীর দাশ আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ০১:০৩ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
ইপিজেডে বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা ও প্রতারক প্রবীর দাশ আটক

ডেস্ক নিউজ:-

 

জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রবীর দাশ আটক হয়েছেন ইপিজেড থানা পুলিশ সূত্রে জানা গেছে। প্রবীর দাশের বিরুদ্ধে ইপিজেড থানা ও পতেঙ্গা থানায় বিগত ২০২৪ সালের থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আটক করা হয় বলে থানায় কর্তব্যরত পুলিশ অফিসার ইনচার্জ জামির হোসেন জিয়া জানায়। 


এছাড়াও প্রবীরের বিরুদ্ধে হালিশহর বিদ্যুৎ বিক্রয় ও‌ বিতরণ (বন্দর -ইপিজেড পতেঙ্গা) আঞ্চলিক কার্যালয়ে বহু গ্রাহক কে বিলের টাকা আর্ত স্বাথ, মিটার রেটিং চুরি, ভূয়া বিল ভাউচার তৈরি করে দক্ষিণ হালিশহর এলাকায় শত শত মানুষ কে প্রতারণা করেছে বলে নিউ মুরিং এলাকার মামুন নামে এক যুবকের দেড় থেকে দুই লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ নির্বাহী কর্মকর্তাও অবগত আছেন।


এলাকায় গণ মানুষের অসহনীয়  বিদ্যুৎ লোডসেটিং ও ভেলকি বাজিতে তার সম্পৃক্ততা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বর্তমানে পতেঙ্গা স্টিল মিলস এলাকায় বিদ্যুৎ কেন্দ্র লাইন ম্যান হিসেবে কাজে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে ঐ অফিসের একাউন্ট ম্যানেজার সত্যতা নিশ্চিত করেছেন। 


এই অভিযোগে প্রবীরের ৩/৫ মাস বেতনও বন্ধ ছিল। শুধু তাই নয়, প্রবীর দীর্ঘ বছর ধরে বিদ্যুৎ শ্রমিক লীগের অফিস কে অনৈতিক কাজে লিপ্ত থাকার কথা অনেকেই জানেন।


তার দীর্ঘ দিন কর্মে অনুপস্থিত থাকায় বেশ কয়েকবার নোটিশ দেয়া হয় বলে হালিশহর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানায়।