ঢাকা প্রেস নিউজ
আজ সোমবার, সাভারের পাকিজা এলাকায় সংঘর্ষের ঘটনায় শ্রাবণ গাজী (২১) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তাঁর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল: এই হাসপাতালে আজ সংঘর্ষের পর ৫ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া দেড় শতাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রমজান, মোজাহিদ, নাফিসা, তৌহিদুর রহমান, রাসেল, রফিক, নিসান ও শব্দ রয়েছেন।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল: রাত ৮টা পর্যন্ত এই হাসপাতালে ২৫-৩০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মধ্যে জাহিদুল ইসলাম (২৫)সহ অন্য দুজনের পরিচয় এখনও জানা যায়নি।
সাভারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল: এই হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ জন ভর্তি রয়েছেন।
পুলিশের বক্তব্য:
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, তিনটি থানায় ভাঙচুর, আগুনসন্ত্রাস এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়া, কয়েকজন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।