মানিপ্ল্যান্টের যত্নে কিছু পদ্ধতি

প্রকাশকালঃ ২৮ আগu ২০২৩ ০৫:২৭ অপরাহ্ণ ১৯৯ বার পঠিত
মানিপ্ল্যান্টের যত্নে কিছু পদ্ধতি

মানিপ্ল্যান্টে এমনিতেও যত্ন কম প্রয়োজন হয়। কিন্তু কম যত্ন প্রয়োজন হয় বলে যত্ন একেবারেই নেবেন না তা কিন্তু নয়। বাড়িতে যদি মানিপ্ল্যান্ট ভালোভাবে রাখতে চান তাহলে নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করুন:
 
*মানিপ্ল্যান্ট লাগানোর ক্ষেত্রে মাটিযুক্ত বা বেশি মাটওয়ালা টব নির্বাচন করুন। কারণ মানিপ্ল্যান্ট অনেক দ্রুত বাড়ে। 
*অনেক সময় মানিপ্ল্যান্ট ভালোভাবে বৃদ্ধি হয় না। যদিও মানিপ্ল্যান্ট দ্রুত বাড়ে। এক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। ইপসম লবণ দিলেই ঠিক হয়ে যাবে। 
*অতিরিক্ত সার বা পানি দিলে অনেক সময় মানিপ্ল্যান্টের পাতা হলদে হয়ে যায়। তখন দেখতে ভালো লাগে না। যদি এমন কিছু হয় তাহলে হলুদ পাতাগুলো কেটে ফেলুন। এভাবে নতুন ও সুস্থ পাতাই পুষ্টি পাবে। 
*ভুলেও কোনোদিন মানিপ্ল্যান্ট সরাসরি রোদের নিচে রাখবেন না। তাহলে পাতার স্বাভাবিক রঙ নষ্ট হবে। 
*মানিপ্ল্যান্টে প্রতিদিন পানি দিবেন। টবের মাটি আর্দ্র রাখতে হবে। 
*৪ মাসে একবার মাটি কুড়ান মানিপ্ল্যান্টে। ভার্মি কম্পোস্ট ও সার ব্যবহার করুন।