জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে পুরান পল্টনের ৫১/৫১ নম্বর ভবনে ভোরের সময় কার্যালয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় পুরান পল্টন মেইন রোডে একটি জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন পত্রিকার প্রধান সম্পাদক মো. হাবিবুর রহমান।
বিকেলে ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের ষষ্ঠ তলায় মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অতিথিদের বক্তব্য, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোরের সময় পত্রিকার প্রকাশক রিনা বেগম এবং সভাপতিত্ব করেন প্রধান সম্পাদক মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস কাউন্সিলের সদস্য ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান এবং বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের মহাসচিব মো. ইউনুস সোহাগ।
অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী প্রতিবেদন এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভোরের সময় পত্রিকার সেরা সাংবাদিক হিসেবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি সাবেক বিচারপতি সিকদার মকবুল হক তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।