ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৪:১৯ অপরাহ্ণ ২৩৪ বার পঠিত
ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মীদের সজাগ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এই কর্মসূচির কথা জানানো হয়। 

আজ ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ব্রিফ্রিংয়ে কর্মসূচির কথা জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ হবে।


২৫ সেপ্টেম্বর বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায়, দক্ষিণ আওয়ামী লীগ যাত্রাবাড়ীতে সমাবেশ করবে। ২৭ সেপ্টেম্বর বেলা আড়াইটায় টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিন বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ রাজধানীর কাফরুলে সমাবেশ করবে।

২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন (২৮ সেপ্টেম্বর) উপলক্ষে ২৯ সেপ্টেম্বর বেলা ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগের উদ্যোগে কৃষক সমাবেশ হবে। ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার বিএনপি ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করে। আজ আওয়ামী লীগ ঘোষণা করল।