রাতে দেরি হওয়ায় রাবির ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের তলব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৫ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
রাতে দেরি হওয়ায় রাবির ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের তলব

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ-

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই-৩৬ হলের ৯১ জন ছাত্রীকে রাতে দেরিতে হলে ফেরার কারণে প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার তলব করেছেন। হল প্রাধ্যক্ষ স্বাক্ষরিত নোটিশে শিক্ষার্থীদের প্রাধ্যক্ষের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।
 

সোমবার নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়।
 

নোটিশে উল্লেখ করা হয়েছে, “দেরিতে (রাত ১১টার পরে) হলে ফেরার কারণে ক্রমিক নং ০১–৪৫ পর্যন্ত শিক্ষার্থীরা ৯ সেপ্টেম্বর এবং ক্রমিক নং ৪৬–৯১ পর্যন্ত ১০ সেপ্টেম্বর বিকাল ৪টায় প্রাধ্যক্ষের অফিসে উপস্থিত থাকবেন।”
 

এই ঘটনায় শিক্ষার্থীদের প্রতিক্রিয়া মিশ্র।

  • গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী শাহ পরাণ লিখেছেন, “আমরা সবাই দেরিতে রুমে ঢুকেছি। বিশ্ববিদ্যালয় যেন আমাদের শুধু শিক্ষার্থী হিসেবে বিবেচনা করে, লিঙ্গ, ধর্ম বা অন্য কোনো ভিত্তিতে বিভাজন না করে।”

  • অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. আনোয়ার হোসেন বলেন, “হল প্রশাসনের নোটিশ দেওয়ার পদ্ধতি দায়িত্বহীনতার প্রকাশ। নিরাপত্তার নাম করে স্বাধীনতা সীমিত করা ঠিক হয়নি। প্রশাসনকে দায়িত্বশীলভাবে সমস্যা সমাধান করতে হতো।”

  • খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী অশেকা জাইমা খান নোটিশের সমালোচনা করে লিখেছেন, “গত জুলাইয়ের ঘটনা মনে করুন—মিনিমাম নোটিশ দিয়েই আমাদের হল থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রশাসনের আচরণ সবসময় নিয়মকানুনের নামে শিক্ষার্থীদের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করছে।”

  • সারথি অনি বলেন, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারী-পুরুষের ভিত্তিতে বিভাজন সৃষ্টি করে এবং ‘ডগ পুলিশ’-এর মতো আচরণ করে প্রশাসন শিক্ষার্থীদের স্বাধীনতা ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।”
     

এ বিষয়ে অধ্যাপক লাভলী নাহার জানান, “ছাত্রছাত্রী আমাদের সন্তানের মতো। নিরাপত্তার স্বার্থেই তাদের তলব করা হয়েছে। তবে একদিন দেরি করার জন্য সবাইকে তালিকায় রাখা হয়েছে, এটা ভুল। মূল উদ্দেশ্য হলো আগামি রাকসু নির্বাচনের সময় কোনো বিপদ এড়ানো।”