ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মাছ ধরার বোটে করে কক্সবাজারের টেকনাফ সীমান্তে মেরিন ড্রাইভের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। পরে তাদের হেফাজতে নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভের সাবরাং এলাকার মুন্ডার ডেইলঘাট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিজিবির হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ নারী, ১০ শিশু এবং ২১ পুরুষ রয়েছে। বিজিবি তাদের ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে।
টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
এ বিষয়ে টেকনাফ ইউএনও মো. এহসান উদ্দিন বলেন, "দুপুরে মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাটে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটলে বিজিবি তাদের হেফাজতে নেয়।"
টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ জানান, "সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের দ্রুত ফেরত পাঠানো হবে।"