গাইবান্ধায় কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:০৭ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
গাইবান্ধায় কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ

গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী রিফাইতপুর গ্রামে ইজিবাইক চালক বেলালের মায়ের কুলখানি (মজলিস) অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সহস্রাধিক মানুষ অংশ নেন। তবে খাবার গ্রহণের পর মধ্যরাত থেকে অনেকের ডায়রিয়া ও বমি শুরু হয়। সোমবার সকাল থেকে অসুস্থদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

 

গাইবান্ধা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৮৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২৪ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫১ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ আরিফা খানম জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এত মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে।
 

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুজ্জামান জানান, মজলিসের আটার ডাল খেয়ে অনেকে অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা স্বল্প জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”