মিতালি রাজের বিয়ে না করার কারণ: ছেলেদের অদ্ভুত কিছু প্রশ্ন

প্রকাশকালঃ ০৪ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৯ অপরাহ্ণ ০ বার পঠিত
মিতালি রাজের বিয়ে না করার কারণ: ছেলেদের অদ্ভুত কিছু প্রশ্ন

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

ভারতীয় নারী ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় মিতালি রাজ, যিনি ভারতের দুটি বিশ্বকাপ ফাইনালের নেতৃত্ব দিয়েছেন, বয়স ৪১ হলেও এখনও বিয়ে করেননি। দীর্ঘ সময় বিয়ে নিয়ে কিছু না বললেও, সম্প্রতি এক শোতে নিজের এই সিদ্ধান্তের কারণ জানালেন তিনি।
 


রণবীর আলাবাদিয়ার শোতে মিতালি বিয়ে না করার পেছনের কারণ হিসেবে ছেলেদের কিছু অদ্ভুত প্রশ্নকে দায়ী করেছেন। তার মতে, এসব প্রশ্নের কারণে তিনি জীবনে ক্রিকেটকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন।
 

বিয়ে নিয়ে মিতালি প্রথম যে প্রশ্নটি উল্লেখ করেছেন তা হলো—বিয়ের পর খেলাধুলা ছেড়ে সংসারে মনোযোগ দেওয়া এবং বাচ্চা লালন-পালন করা। তিনি বলেন, ‘‘আমি কখনোই এসব প্রশ্নের কোনো মানে খুঁজে পাইনি। আমার এক আত্মীয় বেশ কয়েকটি পাত্র খুঁজে দিয়েছিল, তাদের সঙ্গে কিছু কথা বলার পর, সবাই সোজা বিয়ের পরের চিন্তাভাবনায় চলে যেত। তারা জানতে চাইতো, কতগুলো বাচ্চা চাই, এসব প্রশ্নে আমি সরে যেতাম, কারণ আমি তখনও দেশের ক্রিকেটের কথা ভাবতাম, কিন্তু তারা বলত ক্রিকেট ছেড়ে সংসারে মনোযোগ দিতে হবে।’’
 


এরপর মিতালি আরও একটি অদ্ভুত প্রশ্নের কথা তুলে ধরেন। ‘‘আমি তখন ভারতীয় দলের অধিনায়ক। এক পাত্র আমাকে বলেছিল, বিয়ের পর তুমি ক্রিকেট ছেড়ে দিতে হবে, বাচ্চাদের দেখাশোনা করতে হবে। আমি তার কথা শুনে যাচ্ছিলাম, কিন্তু পরে হঠাৎ করেই সে বলল, যদি তার মায়ের কিছু হয়, তাহলে আমি কি ক্রিকেট খেলা বন্ধ করে তাকে দেখব? আমি তার কাছে পাল্টা প্রশ্ন করলাম, এটা কী ধরনের প্রশ্ন? এরপর সে বলল, সে দেখতে চায়, আমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ। আমি তখন বললাম, সব কিছু পরিস্থিতির ওপর নির্ভর করে।’’
 

মিতালি আরও বলেন, ‘‘এক ক্রিকেটার বন্ধু আমায় বলেছিল, কিছু বিষয় মানিয়ে নিতে হবে, কারণ কেউ আমার বর্তমান লাইফস্টাইলের সঙ্গে মানিয়ে চলবে না। আমি তাকে বলেছিলাম, এসব প্রশ্নের কোনো মানে নেই। কিন্তু সে জানালো, অনেক ছেলেই এমন প্রশ্ন করে।’’
 

শেষে মিতালি বলেন, ‘‘আমি তখন কোনো সিদ্ধান্ত নিইনি, কিন্তু পরে ভাবলাম, আমার মা-বাবা এত কষ্ট করে আমার ক্যারিয়ার গড়তে সাহায্য করেছেন, তাদের এত কিছু ত্যাগের পর আমি কেন অচেনা কোনো ব্যক্তির জন্য ক্রিকেট বা ক্যারিয়ার ত্যাগ করব?’’
 

উল্লেখ্য, ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন মিতালি রাজ। ক্যারিয়ারে তিনি ১২টি টেস্ট, ২৩২টি ওয়ানডে ও ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন এবং তিন সংস্করণ মিলিয়ে ১০,৮৬৮ রান করেন, যা মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ রান।