সড়ক দুর্ঘটনায় মুরাদনগরের দুই বন্ধু নিহত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০২:৫৭ অপরাহ্ণ   |   ৬৩৫ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় মুরাদনগরের দুই বন্ধু নিহত 

ঢাকা প্রেস

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ

 

কুমিল্লা জেলার হোমনায় খেলা দেখতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুরাদনগর উপজেলার দুই মোটরসাইকেল আরোহী (দুই বন্ধু) নিহত হয়েছে।

 

রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে হোমনা উপজেলা মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।

 

নিহত শফিউল্লাহ মিয়া(১৯) উপজেলার ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া(১৭) একই উপজেলার সাতমোড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, রোববার বিকালে শফিউল্লাহ ও আল-আমিন মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে (মুরাদনগর-হোমনা) সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে শফিউল্লাহ ও আল-আমিন বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।