ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার এবং তার আত্মীয়-স্বজন মিলে দেশের অর্থনীতি ধ্বংস করেছে।
তিনি শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন।
জামায়াত আমির আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংকের টাকা লোপাট করেছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। তিনি সকলকে মানবিক দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা পরিবারের কারণে দেশের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস হয়েছে। ডাকাত এস আলমকে ব্যবহার করে তাদের পরিবার মিলে টাকা লোপাট করেছে।
তিনি আরও বলেন, "আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়তে চাই। এই দেশে আর কোনো মাইনোরিটি ও মেজরিটির বিষয় শুনতে চাই না।"
জামায়াত আমির প্রশ্ন তুলে বলেন, "কীসের মেজরিটি আর মাইনোরিটি? যারা বাংলাদেশে জন্মগ্রহণ করবে, তারা সবাই ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত নাগরিক। রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, আল্লার সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে।"
তিনি আরও বলেন, "৫ আগস্টের আগে দেশে চাঁদাবাজি ও দখলদারি ছিল। ফুটপাত থেকে সবকিছু দখল হয়ে গিয়েছিল। কিন্তু এখন আর দখলদারি নেই। আমাদের সন্তানরা জীবন দিইনি যেন বাংলাদেশে চাঁদাবাজি চলতে থাকে। আমরা চাঁদাবাজি ও দখলদারি মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরা সেটি পারব, কারণ আমরা সেই দল, যাদের একজন নেতাকর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজি বা দখলদারির অভিযোগ নেই।"
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইনসহ অন্যান্য কেন্দ্রীয়, আঞ্চলিক ও জেলা নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।