এমপি হলেন ভারতের ঋষি সুনাকের শাশুড়ি

প্রকাশকালঃ ১০ মার্চ ২০২৪ ০৪:২২ অপরাহ্ণ ২০৯ বার পঠিত
এমপি হলেন  ভারতের  ঋষি সুনাকের শাশুড়ি

ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য (এমপি) হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি। খবর বিবিসির।

 

বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি। তাদের মেয়ে অক্ষতা মূর্তি ২০০৯ সালে সুনাককে বিয়ে করেন। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুনাক।ভারতীয় রাজ্যসভায় বেশিরভাগ সদস্য সরাসরি নির্বাচিত হয়ে আসেন। তবে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সমাজসেবার ক্ষেত্র থেকে ১২ জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করেন ভারতের রাষ্ট্রপতি। তারা মনোনীত সদস্য বা কোরাম নামে পরিচিত। এক এক্সবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সুধা মূর্তির এই নিয়োগ নারী শক্তির একটি দৃষ্টান্ত, যা আমাদের দেশের ভাগ্য গঠনে নারীদের শক্তি ও সম্ভাবনার কথা তুলে ধরে। সমাজকর্ম, জনকল্যাণ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অপরিসীম ও অনুপ্রেরণাদায়ক।

 

দেশের সেবা করার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানিয়েছেন সূধা। একই সঙ্গে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দ্য হিন্দু পত্রিকাকে বলেছেন, এই নিয়োগ আনন্দদায়ক বিস্ময় হিসেবে এসেছে। আন্তর্জাতিক নারী দিবসে এই সম্মানের কথা বলতে পেরে আমি দ্বিগুণ রোমাঞ্চিত।সূধা মূর্তি বলেন, আমি এখনো সংসদীয় কর্মকাণ্ডের পরিকল্পনা তৈরি করতে পারিনি। তবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতের জনগণের জন্য সর্বোত্তম কী কাজ করা যায়, তাই দেখব।

 

এর আগে গত বছর সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ সুধা মূর্তিকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’-এ ভূষিত করেছিল ভারত সরকার।