কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির আওতায় চারজন ভিক্ষুকের মাঝে ভ্যান রিকশা বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে অনুদানের চেকও প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলার সাতটি নিবন্ধিত সমাজ উন্নয়ন সংস্থার মাঝে মোট ২ লাখ ৭০ হাজার টাকার এককালীন অনুদান চেক বিতরণ করা হয়। একই সঙ্গে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে চারজন ভিক্ষুককে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ভ্যান রিকশা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. মো. হাবিবুল্লাহ, সমবায় কর্মকর্তা মানজুমান আরা, বীর মুক্তিযোদ্ধা মো. ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণোদেশ মহাজন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা।