শেখ হাসিনার ভল্টে পাওয়া স্বর্ণের বৈধতা যাচাই করছে দুদক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ০৮:১১ অপরাহ্ণ   |   ২৫ বার পঠিত
শেখ হাসিনার ভল্টে পাওয়া স্বর্ণের বৈধতা যাচাই করছে দুদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যৌথ টাস্কফোর্স। এসব স্বর্ণের বৈধতা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন।
 

বুধবার (২৬ নভেম্বর) এক ব্রিফিংয়ে তিনি জানান, ভল্টে থাকা সরকারি নথি অনুযায়ী শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানারও স্বর্ণ রয়েছে।

 


 

তথ্য অনুযায়ী—

  • ভল্ট নম্বর ৭৫১ (শেখ হাসিনা ও তার মেয়ে পুতুলের নামে):
    এখানে পাওয়া গেছে ৪,৯২৩.৬০ গ্রাম (প্রায় ৪২২ ভরি) স্বর্ণালঙ্কার, স্বর্ণের নৌকা ও বিভিন্ন শোপিস।

  • ভল্ট নম্বর ৭৫৩ (শেখ হাসিনা ও শেখ রেহানার নামে):
    এখানে উদ্ধার হয়েছে ৪,৭৮৩.৫৬ গ্রাম (প্রায় ৪১০ ভরি) স্বর্ণ।

এছাড়া পূবালী ব্যাংকের ভল্টও পরীক্ষা করা হলেও সেখানে কোনো কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।
 

দুদকের মহাপরিচালক আরও বলেন, মোট ৮৩২ ভরি স্বর্ণের মধ্যে পৃথকভাবে শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে কত ভরি স্বর্ণ রয়েছে তা নিরূপণ করা হচ্ছে। একই সঙ্গে এসব স্বর্ণের বৈধতা যাচাই ও উৎস অনুসন্ধানও চলছে।
 

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতেই অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় দুদকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুদকসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।