ঢাকা প্রেস
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার আনসারবাড়িয়া রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়েছিল। বুধবার (২৩ অক্টোবর) রাত ১টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু হয়েছিল।
দীর্ঘ ১১ ঘন্টা চলা উদ্ধার কাজ শেষে বুধবার দুপুর ১২টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। খুলনা ও পার্বতীপুর থেকে আসা দুটি উদ্ধার দল যৌথভাবে এই কাজ সম্পন্ন করে।
এই ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে। কমিটি তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে।