আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মৎস্যজীবী লীগের সদস্য বাচ্চু মিয়া (৫৫), পাঁচগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড প্রজন্মলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সাদ্দাম (৩০), উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রহিমুল ইসলাম ফুলু (৪৭), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লিটন (৪৫), ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবির উদ্দিন (৫০), তিলাই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল (৩৮) এবং নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল হোসেন (৩১)।
পুলিশ জানায়, সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামেও এ অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশের সব থানা এলাকায় বিশেষ এই অভিযান চলমান রয়েছে বলে জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।