ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ
২৯ ডিসেম্বর রবিবার বিকাল ৩.৩০ মিনিটে ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মোঃ শাহিন হোসেন (১৭), পিতা-শাহাজান আলী সানা, গ্রাম-পলাশপোল, পোষ্ট+থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। মোঃ শাহিন হোসেন সাতক্ষীরা দিবানিশী কলেজের একাদশ ২য় বর্ষের ছাত্র। গত৫ আগষ্ট মোঃ শাহিন হোসেন (১৭), সাতক্ষীরা শহরে আন্দোলন চলাকালীন চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার দরুন দৃষ্টিশক্তি হারান।
উল্লেখ্য যে, ইতিপূর্বে গত ২৫ আগষ্ট সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর পক্ষ থেকে অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত মৃত আসিফ হাসান, পিতা-মাহমুদ আলম, গ্রাম-আক্তারপুর, পোষ্ট-আক্তারপুর থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা এবং সাতক্ষীরায় আন্দোলনকালীন আহত মোঃ আমান উল্লাহ, পিতা-আমজাদ আলী সরদার, গ্রাম+পোষ্ট-প্রতাপনগর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা ও জিল্লুর রহমান, পিতা-আব্দুল খালেক সরদার, গ্রাম-পাঁচরখী, পোষ্ট-কাওনডাংগা, থানা-সাতক্ষীরা, জেলা-সাতক্ষীরাসহ ৩ জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বিজিবি কর্তৃক সহায়তা প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাতক্ষীরা ডে-নাইট কলেজের প্রিন্সিপাল এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন।