ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন রশিদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মার্চ ২০২৫ ০২:৪৯ অপরাহ্ণ   |   ১০৩ বার পঠিত
ছিনতাইকারীর কবলে অভিনেতা হারুন রশিদ

জনপ্রিয় অভিনেতা হারুন রশিদ ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (১ মার্চ) রাতে শুটিং শেষে বাড়ি ফেরার পথে কাঞ্চন থেকে কমলাপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
 

ঘটনাটি ঘটে তখন, যখন সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় চালক গাড়ি থামাতে বাধ্য হন। ঠিক সেই মুহূর্তে কয়েকজন ছিনতাইকারী এসে তাকে ঘিরে ফেলে। তারা ভয় দেখিয়ে তার কাছ থেকে ৯ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
 

অভিনেতা হারুন রশিদ জানান, সিএনজি থামার পরপরই দুটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা এসে তাদের ঘিরে ফেলে। চাপাতি উঁচিয়ে ভয় দেখিয়ে তার মানিব্যাগ, মোবাইল এবং ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

ঘটনার পর কিছুক্ষণ হতভম্ভ হয়ে ফুটপাতে বসে থাকেন হারুন রশিদ। রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য থামেনি। পরে এক বাইক আরোহী এগিয়ে এসে তাকে গন্তব্যে পৌঁছে দেন।
 

আইনগত ব্যবস্থা নেবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কোনো অভিযোগ করবেন না। তার মতে, এ ধরনের ঘটনা এখন প্রায়ই ঘটে, তাই তিনি এটি স্বাভাবিকভাবেই নিয়েছেন। তবে ঘটনাটির সময় তিনি বেশ ভয় পেয়েছিলেন।