আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: এফ রহমান

প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৩ ০৩:২০ অপরাহ্ণ ১৭৪ বার পঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে: এফ রহমান

গামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই অনুষ্ঠিত হবে। এতে কেউ অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না। আপনারা নিশ্চিন্তে থাকেন, আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর দোহার উপজেলার নয়াবাড়িতে বাহরা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে দোহারে পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনসহ রায়পাড়া ইউনিয়নে সাহেবখালী সেতু উদ্বোধন করেন স্থানীয় এই সংসদ সদস্য।


প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবি নিয়ে সরকার পতনের চেষ্টা করেছে। তাদের ওই দাবি পুরোপুরি ভেস্তে গেছে। তাদের সঙ্গে জনগণ নেই। তাদের দাবি এখন ফেসবুক ও ইউটিউবেই সীমাবদ্ধ।’


এসময় পদ্মার পাড় রক্ষায় বাঁধ নির্মাণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‌‌‘নির্বাচনের আগে আমি এখানে এসেছিলাম, তখন এলাকাবাসী নদীর পাড় রক্ষার দাবি করেছিল। আজ পদ্মার পাড় রক্ষায় বাঁধ হয়েছে, আমি আমার কথা রেখেছি। আজ আমার খুব ভালো লাগছে।’

এই উন্নয়ন অব্যাহত থাকবে উল্লেখ করে সালমান বলেন, ‘বাংলাদেশসহ দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি দোহার-নবাবগঞ্জের উন্নয়নের জন্য যখনই প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু চেয়েছি, কোনো দিনও তিনি না (অমত) করেননি। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।’