দেশ পরিচালনায় দক্ষতা প্রদর্শন করতে হবে: সাইফুল হক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৩ অপরাহ্ণ   |   ৮১ বার পঠিত
দেশ পরিচালনায় দক্ষতা প্রদর্শন করতে হবে: সাইফুল হক

ঢাকা প্রেস নিউজ

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে। যদি সরকার দুর্বল ও অকার্যকর বলে গণ্য হয়, তবে তাদের সফলতার সম্ভাবনা কমে যাবে। তাই দেশ পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দেওয়া জরুরি।
 

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
 

সাইফুল হক আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানির ফাঁদে পা দিলে বহুমুখী ষড়যন্ত্র শক্তিশালী হয়ে উঠবে এবং গণঅভ্যুত্থানের অর্জন হারানোর ঝুঁকি তৈরি হবে।
 

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ছাত্র-শ্রমিক-জনতার বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছেন এবং ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অপরাধের জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি। বরং তার সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন।
 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন বহ্নিশিখা জামালী, আবুল কালাম আজাদ, সালাউদ্দিন মিয়া ও মীর রেজাউল আলম প্রমুখ।