নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনে: বিএনপিকে নির্বাচন কমিশন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৭ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
নির্বাচনের পূর্ণপ্রস্তুতি মে-জুনে: বিএনপিকে নির্বাচন কমিশন

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ করে আগামী মে-জুন মাসের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে।
 

তিনি বলেন, "এই মুহূর্তে নির্বাচন কমিশন কী করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে।"
 

এ সময় তিনি দেশের প্রচলিত সংবিধান ও আইন অনুযায়ী সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান উল্লেখ করেন। তবে তিনি বলেন, "বর্তমানে ওই আইনে দেশ পরিচালিত হচ্ছে না, তাই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সরকার নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের অনুরোধ করতে পারে।"
 

নির্বাচনের সম্ভাব্য তারিখ সম্পর্কে তিনি জানান, "এখন পর্যন্ত নির্বাচনের ঘোষণা দেওয়া হয়নি, কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন হচ্ছে না।"
 

একইসাথে, বিএনপি নির্বাচনের বিষয়ে কোনো প্রস্তাব দেয়নি, বলেও জানান তিনি।
 

নভেম্বর মাসে, অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন হয়। এ বৈঠক ছিল বিএনপির সঙ্গে নতুন কমিশনের প্রথম বৈঠক। বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান।
 

এছাড়া, নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি সচিব আখতার আহমেদও বৈঠকে উপস্থিত ছিলেন।