নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ আগu ২০২৫ ০৭:২৬ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:-

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন নিয়ে নতুন করে আশাবাদ সৃষ্টি হয়েছে।
 

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনসংক্রান্ত বিধিমালা প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। গেজেট প্রকাশের পরবর্তী ২ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ৩ কর্মদিবসের মধ্যে আচরণবিধি প্রণয়ন করা হবে এবং পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে খসড়া ভোটার তালিকা তৈরি হবে।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে মনোনয়নপত্র বিতরণ ও দাখিল, যাচাই-বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, আপিল গ্রহণ ও নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ যাবতীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর ৭ কর্মদিবসের মধ্যে চলবে নির্বাচনী প্রচারণা।
 

গেজেট প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ ৪৫ কর্মদিবসের মধ্যে (৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে) নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
 

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের গেজেট প্রকাশের পরপরই এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
 

শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও রোডম্যাপ প্রকাশ একটি ইতিবাচক পদক্ষেপ। এখন দেখতে হবে, কর্তৃপক্ষ নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে পারে কিনা।
 

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন,
“শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে আমরা সম্ভাব্য রোডম্যাপ তৈরি করেছি। আমাদের লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। সবকিছু নিয়ম মেনে এবং স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন করা হবে।”