পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি ১১ জনের

প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ ৩০২ বার পঠিত
পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি ১১ জনের

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলসহ বেশ কিছু এলাকা। স্থানীয় সময় মঙ্গলবার (২১ মার্চ) রাত ৯টা ৪৭ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে পাকিস্তানে ৯ জন এবং আফগানিস্তানে ২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। খবর সিএনএন ও দ্য নিউজের।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৮। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলেছে, ভূমিকম্পটি ছিলো ৬ দশমিক ৫ মাত্রার, যার কেন্দ্র ছিলো আফগানিস্তানের জুর্ম থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে। 

এদিকে পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পটি ছিলো ৭ দশমিক ৭ মাত্রার। এটি দেশটির রাজধানী ইসলামাবাদ এবং অন্যান্য অংশে অনুভূত হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেছেন, তিনি দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকতে বলেছেন।

আফগানিস্তানে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করে বলেছেন, জনস্বাস্থ্য মন্ত্রণালয় সমস্ত স্বাস্থ্য কেন্দ্রকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

ইসলামাবাদ থেকে সারাহ হাসান আল-জাজিরাকে বলেছেন, ভূমিকম্পে বাড়িগুলো কাঁপছিলো। প্রথমে ধীরে কম্পন শুরু হয়, এরপর তা শক্তিশালী রূপ নেয়। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০ সেকেন্ড ধরে স্থায়ী ছিলো ভূমিকম্পটি। অন্যদিকে ভারতের রাজধানীসহ বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হচ্ছে সাধারণ মানুষ এবং বাড়ির ভেতরে বিভিন্ন বস্তু পড়ে যাচ্ছে একের পর এক। 

রাওয়ালপিন্ডি থেকে বার্তাসংস্থা এএফপির সাংবাদিক বলেছেন, লোকেরা বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং কোরআন তেলাওয়াত শুরু করেন। 

পাকিস্তানের জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফাইজি জানিয়েছেন, পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকা অঞ্চলের হাসপাতালে ৩০০ জনেরও বেশি লোককে ভীত-সন্ত্রস্ত অবস্থায় আনা হয়েছে। খবর এপির