সীমান্ত সংঘাত নিরসনে থাইল্যান্ড ও কম্বোডিয়া শর্তহীন ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ঘোষণায় জানিয়েছেন, সোমবার (স্থানীয় সময়) রাত ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
কুয়ালালামপুরে মালয়েশিয়ার মধ্যস্থতায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের নেতাদের বৈঠকের পর আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। খবর এএফপি’র।
বৈঠক শেষে আনোয়ার বলেন, "কম্বোডিয়া ও থাইল্যান্ড একটি অভিন্ন সমঝোতায় পৌঁছেছে। যার প্রধান শর্ত—তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি। এটি আজ (সোমবার) রাত ১২টা থেকে কার্যকর হবে।"
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বৈঠক শেষে বলেন, “এই যুদ্ধবিরতি চুক্তি দুই দেশের মধ্যে পাঁচ দিন ধরে চলা সংঘাতের পর সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ তৈরি করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঘোষিত শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাবগুলো আমাদের দ্বিপাক্ষিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির ভিত্তি স্থাপন করবে।”
এর আগে, সোমবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবন সেরি পেরদানায় পৌঁছায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের গাড়িবহর। গাড়িবহরে যুক্তরাষ্ট্র ও চীনের পতাকাবাহী গাড়িও দেখা যায়, যা সংকট নিরসনে আন্তর্জাতিক আগ্রহের ইঙ্গিত দেয়।
সকাল ৭টার কিছু পর থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত কুয়ালালামপুরে বৈঠকে মিলিত হন। বৈঠক চলাকালে রাজধানীর আকাশে একাধিকবার উড়োজাহাজ চক্কর দিতে দেখা যায়। পরে মধ্যস্থতাকারী বিভিন্ন পক্ষের সঙ্গে দুই দেশের নেতারা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চূড়ান্ত আলোচনায় বসেন।