পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০২:৫৯ অপরাহ্ণ   |   ৩১৯ বার পঠিত
পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,পটুয়াখালী প্রতিনিধি:-

 

পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৭টায় তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তৃষা ২০২৩ সালের নভেম্বর মাসে পুলিশে যোগদান করেছিলেন।
 

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান জানান, পারিবারিক কারণে তৃষা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

আহমাদ মাইনুল হাসান আরও জানান, তৃষার সহকর্মীরা জানিয়েছেন যে, কিছুদিন আগে তৃষা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয়, কিন্তু তিনি চিকিৎসা নিতে হাসপাতালে যাননি।