কুমিল্লায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে ককটেলসহ ২৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৫:০১ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
কুমিল্লায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে ককটেলসহ ২৯ জনকে আটক করেছে জেলা পুলিশ।

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-



শনিবার (১৫ অক্টোবর) রাত থেকে রবিবার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত চলে এই বিশেষ অভিযান।

 

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগেই এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
 

গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন জানায়, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহার, রওশন আলী মাষ্টার ও এহতেশামুল হক রুমীসহ কার্যক্রম নিষিদ্ধ কিছু রাজনৈতিক সংগঠনের নেতারা তাদের এলাকায় টাকা পাঠিয়ে সরকার পতনের লক্ষ্যে ঝটিকা মিছিল করাচ্ছে। ৫০ সেকেন্ডের এমন সংক্ষিপ্ত মিছিলে অংশগ্রহণকারীদের একজনকে দেওয়া হয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত।
 

তারা আরও জানায়, এই ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে মুখ ঢেকে রাখতে দেখা যায়—রুমাল, টুপি বা মাস্ক দিয়ে নিজেদের গোপন রাখতে তারা এভাবে উপস্থিত হয়। এসব মিছিলে স্থানীয়দের পাশাপাশি ভাড়াটে লোকও অংশ নেয়; তারা মাইক্রোবাস বা সিএনজিতে করে বিভিন্ন এলাকায় গিয়ে এসব কার্যক্রমে যুক্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা উসকানিমূলক বার্তার মাধ্যমে আত্মগোপনে থাকা ব্যক্তিরা এ ধরনের মিছিলে অংশ নিতে প্ররোচনা দিচ্ছে।
 

কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।