জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৬:৫৯ অপরাহ্ণ   |   ২৮ বার পঠিত
জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির

জুলাই যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ বলা গুরুতর অসৌজন্যতা ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
 

শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন,

“জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো অবস্থান থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত সন্তানদের সম্পর্কে এমন কথা বলবো না।”

তিনি আরও লেখেন,

“কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। রাজনৈতিক নেতৃত্বের সব ক্ষেত্রেই আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, শুক্রবার (১৭ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে যে বিশৃঙ্খলা হয়, তাতে ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী’ জড়িত। তার এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।