সচিবালয়ে আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত ভালো অবস্থায় আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করা হচ্ছে। পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’’
তিনি আরও জানান, নির্বাচনের সব প্রস্তুতি চলমান রয়েছে। জানুয়ারির মধ্যে সকল প্রশিক্ষণ শেষ হবে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডি ওর্ণ ক্যামেরা থাকবে এবং প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
এছাড়া, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।