বগুড়া প্রতিনিধি:-
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগ সরকারের মতো দুর্নীতিগ্রস্ত নয়, লুটপাট করে না। তবে প্রশ্ন হলো—এই সরকার কি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারবে?
সোমবার বগুড়ায় নাগরিক ঐক্যের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, “পুলিশ কি এখনো ঠিক হয়েছে? যদি পুলিশই ঠিক না হয়, তাহলে আইনশৃঙ্খলা কীভাবে ঠিক থাকবে? এখনও অনেক কাজ বাকি। ঘুষ ছাড়া কোনো সরকারি অফিসে কাজ হয় না। আমরা যদি সুন্দর দেশ চাই, তবে পুলিশসহ প্রশাসনকে সঠিক পথে আনতে হবে।”
তিনি আরও বলেন, “এই সরকার প্রশাসনকে এখনো দক্ষ করতে পারেনি। সরকার বলে উপদেষ্টারা ভালো মানুষ। কিন্তু ভালো মানুষ হলেই তো প্রশাসন চালানো যায় না। যেমন—সাকিব-তামিম ক্রিকেটে ভালো খেলেন, কিন্তু তাদের ফুটবল খেলতে দিলে পারবেন না। কারণ তারা ফুটবল খেলতেই জানেন না। ড. ইউনুস এনজিও চালাতে জানেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।”
ঢাকসুর সাবেক ভিপি মান্না এসময় বলেন, “আমরা এমন নির্বাচন চাই না, যেখানে ভোটের পর মানুষ বলবে—আমরা ভোট দিতে পারিনি, পুলিশ বা প্রশাসন অমুক প্রার্থীর হয়ে কাজ করেছে।”
দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা এবং সঞ্চালনা করেন অন্যতম সমন্বয়ক সাইদুর রহমান সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রাজ্জাক সজিব, জেলা সমন্বয়ক মামুনুর রশিদ, আলিফ হোসেন প্রমুখ।
সভা শেষে মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।