ঢাকা প্রেস,বগুড়া প্রতিনিধি:-
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি মো. শাহাদাত হোসেন কলম (৩৪) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। বগুড়া জেলা পুলিশের অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করা হয়।
শনিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১৪ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর থানার তিলকপুর গ্রামে ছিনতাইকালে স্থানীয় জনতার ধাওয়ায় মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন শাহাদাত হোসেন কলম ও তার সহযোগী রাজু পালোয়ান (২৯)। আদমদীঘি থানার ছাতিয়ান গ্রামে পৌঁছালে উত্তেজিত জনতা তাদের আটক করে এবং মারধর করে।
পরে পুলিশ ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে পুলিশ পাহারায় তাদের চিকিৎসা চলছিল।
১৬ জানুয়ারি দুপুরে শাহাদাত হোসেন কলম পুলিশ প্রহরার ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বগুড়া জেলা পুলিশ, আদমদীঘি থানা, এবং ডিবি পুলিশের একাধিক টিম বগুড়াসহ আশপাশের জেলাগুলোতে অভিযান চালায়।
অভিযানের ধারাবাহিকতায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নেহেন্দা গ্রাম থেকে শাহাদাত হোসেন কলমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার অভিযান চলাকালে বগুড়া সদর থানার মালতিনগর এলাকায় অভিযান চালিয়ে আসামির পালিয়ে যেতে সহযোগিতা করা শাকিল (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী, আসামির বাসার উঠানে ইটের স্তুপের ভেতর লুকানো হাতকড়াটি উদ্ধার করা হয়।
শাহাদাত হোসেন কলমের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি এবং ছিনতাইসহ মোট চারটি মামলা রয়েছে। তার পুনরায় গ্রেপ্তার জেলা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।