কুড়িগ্রামে আঃ লীগ নেতা বেলালসহ গ্রেপ্তার ২ 

প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৪ ০১:০৮ অপরাহ্ণ ০ বার পঠিত
কুড়িগ্রামে আঃ লীগ নেতা বেলালসহ গ্রেপ্তার ২ 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

 

গ্রেপ্তার বেলাল হোসেন প্রামাণিক উপজেলার বড়ভিটা ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে। 

 

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বেলাল হোসেন প্রামাণিক। শনিবার দুপুরে বাড়িতে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবার গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি এলাকায় যুবলীগের সমর্থক এরশাদ আলী (৩৭) কে তার বাড়ি থেকে আটক করা হয়। এরশাদ আলী ওই এলাকার মৃত সোহরত আলীর ছেলে।

 

পরে গত ৪ আগস্ট হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাসহ দুইজনকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।