চারঘাটে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জুলাই ২০২৫ ০৩:১২ অপরাহ্ণ   |   ২৯৩ বার পঠিত
চারঘাটে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-

 

রাজশাহী চারঘাট উপজেলা শাখার বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৯ শে জুলাই সকালে চারঘাট প্রেসক্লাবের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।    

বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাসাস উপজেলা শাখার সাঃ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় বাংলাদেশ সাংবাদিক সংস্থার চারঘাট উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান আশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাসের জেলার সহ-সভাপতি ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাসাসের  নির্বাহী সদস্য মাইনুল হক সান্টু,চারঘাট প্রেস ক্লাবের সাঃ সম্পাদক মিজানুর রহমান  বাসাসের চারঘাট উপজেলার  সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু,সাংগঠনিক সম্পাদক মোহায় মিলন হক স্বপন, অর্থ সম্পাদক জুবায়ের ইসলাম,সদস্য  আহসান হাবিব, সজল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সিদ্ধান্ত নেয়া হয় চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত এস, এম, মোজাম্মেল হক ও সদস্য  শহিদুল হকের স্মরণ সভা ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হবে।