ইমরান খানকে জিন্নাহ হাউসে হামলার বিষয়ে তলব

প্রকাশকালঃ ৩১ মে ২০২৩ ০৩:২৫ অপরাহ্ণ ৬১ বার পঠিত
ইমরান খানকে জিন্নাহ হাউসে হামলার বিষয়ে তলব

ত ৯ মে জিন্নাহ হাউজে হামলার ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি)। ইমরান খানকে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মে) বিকেল ৪টায় কিল্লা গুজ্জর পুলিশ সদর দফতরে হাজির হতে বলা হয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, জয়েন্ট ইনভেস্টিগেশন কমিটির প্রধান লাহোরের ডিআইজি (তদন্ত) কামরান আদিল সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে সমন জারি করেছেন। ইমরান খান কারাগারে থাকা অবস্থায় তিনি জিন্নাহ হাউজে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে উৎসাহিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

জিন্নাহ হাউজে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে ইমরানের সম্পৃক্ততা কতটুকু তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্যই তাকে জেআইটি তলব করেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।