সরফরাজ খানের অভিষেক, কাঁদলেন বাবা-স্ত্রী

প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫২ অপরাহ্ণ ২০৮ বার পঠিত
সরফরাজ খানের অভিষেক, কাঁদলেন বাবা-স্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের হয়ে অভিষেক হলো সরফরাজ খানের। রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে সরফরাজের অভিষেক হয়েছে ভারতের জার্সিতে।
ছেলে দেশের হয়ে আন্তর্জাতিক অভিষেকের টুপি নিচ্ছেন, পাশে কাঁদছেন বাবা। অভিষিক্ত সেই ক্রিকেটারের স্ত্রীর চোখও জলে টলমল।


সরফরাজকে অভিষেক ক্যাপ পরিয়ে দেন ভারতের স্পিন কিংবদন্তি অনিল কুম্বলে। ২৬ বছর বয়সী এই ব্যাটার ছাড়াও ভারতের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলের। তাকে টেস্ট ক্যাপ তুলে দেন আরেক কিংবদন্তি দীনেশ কার্তিক।

২০০৯ সালে মাত্র ১২ বছর বয়সে ভারতের হ্যারিস শিল্ড আন্তস্কুল টুর্নামেন্টে ৪৩৯ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন সরফরাজ। ভারতের ঘরোয়া ক্রিকেটে ২০১৯ সাল থেকে অবিশ্বাস্য পারফর্মও করছেন। ২০১৯-২০ ও ২০২১-২০২২ টানা দুই মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনি করেছেন ৯০০-এর বেশি রান। ঘরোয়া ক্রিকেটে ৬৬ ইনিংসে তাঁর গড় ৬৯.৮৫, যা ক্রিকেটের ইতিহাসেই চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ গড় ৯৫.১৪ স্যার ডন ব্রাডম্যানের।