বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে কলকাতা

প্রকাশকালঃ ২৬ মে ২০২৪ ০৪:৪৬ অপরাহ্ণ ৯৭১ বার পঠিত
বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে  চ্যাম্পিয়ন হবে কলকাতা

আইপিএলের ১৭তম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে মুখোমুখি লড়াইয়ের আগে বৃষ্টি হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ। রোববার (২৬ মে) চিদাম্বরাম স্টেডিয়ামে নির্ধারিত এই ম্যাচটি বঙ্গপোসাগরের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির কারণে বিঘ্নিত হতে পারে।
আবহাওয়ার পূর্ভাবাস অনুযায়ী,
রোববার দিনে চেন্নাইয়ে ৪৭% এবং সন্ধ্যার পর ৩২% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
কলকাতা দল ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি। চলতি আইপিএলে এর আগেও বৃষ্টির কারণে বেশ কয়েকটি ম্যাচ বন্ধ হয়ে গেছে।
নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল পেতে দু'দলকেই কমপক্ষে ৫ ওভার করে ব্যাট করতে হবে। রোববার যদি ৫ ওভারও সম্ভব না হয়, ম্যাচটি সোমবার 'রিজার্ভ ডে'-তে ২০ ওভারের খেলা হিসেবে অনুষ্ঠিত হবে।
তবে,
রিজার্ভ ডে'-তেও যদি বৃষ্টি বাধা সৃষ্টি করে, তাহলে গ্রুপ পর্বে সর্বাধিক পয়েন্ট অর্জনকারী দল (কলকাতা নাইট রাইডার্স) চ্যাম্পিয়ন হবে।

গত বছর, চেন্নাই সুপার কিংস 'রিজার্ভ ডে'-তে ফাইনালে জয়ী হয়েছিল। গুজরাটকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল চেন্নাই সুপার কিংস।