চট্টগ্রামে সুপারি গর্তে নেমে প্রবাসীর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশকালঃ ০৭ নভেম্বর ২০২৪ ০১:৫৮ অপরাহ্ণ ৫৫৭ বার পঠিত
চট্টগ্রামে সুপারি গর্তে নেমে প্রবাসীর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-



চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারি ভেজানোর গর্তে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী মো. তৌহিদ (৩৯) মারা যান। এর আগে একই ঘটনায় তার দুই ভাই মো. শহিদ এবং মো. শফি মারা গেছেন।
 

নিহত তৌহিদ পাইন্দং ইউনিয়নের পশ্চিম হাইদচকিয়া সোনামিয়া সরকার বাড়ির মো. এজাহার সওদাগরের ছেলে। প্রবাসে থেকে কিছুদিনের জন্য ছুটিতে এসেছিল তৌহিদ।
 

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে একজন নারী ও পাঁচজন পুরুষকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ৭ থেকে ৮ ফুট গভীর গর্তটিতে সুপারি রাখা হয়েছিল। সুপারির গন্ধে গর্তে মিথেন গ্যাস তৈরি হওয়ায় অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েন।