তত্ত্বাবধায়ক বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
তত্ত্বাবধায়ক বাতিল রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে আগামী ২১ অক্টোবর শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
 

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
 

এর আগে সকালে দ্বিতীয় দিনের রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে আপাতত সমাধান দিতে চাই না আপিল বিভাগ। আমরা চাই স্থায়ী ও কার্যকর সমাধান, যাতে ভবিষ্যতে এটি আর বিঘ্নিত না হয়।” তিনি আরও প্রশ্ন তোলেন— “যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হয়, তবে এটি কবে থেকে কার্যকর হবে?”
 

শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মত দেন যে, প্রয়োজনে আপিল বিভাগ নতুন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে পর্যবেক্ষণ দিতে পারে।
 

তিনি বলেন, “গত দেড় দশকে জনগণ শাসিত হওয়ার পরিবর্তে নানা নিপীড়নের শিকার হয়েছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক দমন-পীড়ন বেড়েছে। ন্যায়বিচার পাওয়ার জন্য যে সব প্রক্রিয়া ছিল তা ধ্বংস হয়েছে। এর ফলেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটে। রাজপথের সেই আন্দোলন থেকেই নির্ধারিত হয়েছে কে প্রধান বিচারপতি আর কে সরকার প্রধান হবেন। জনগণের ক্ষমতাকে অবজ্ঞা করার সুযোগ নেই, কারণ এই অবজ্ঞাই বিপ্লবের জন্ম দেয়।” এসময় তিনি ’৯০ এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটও স্মরণ করান।
 

প্রসঙ্গত, ১৯৯৬ সালে জাতীয় সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন।