মাদারীপুরের শিবচর উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এক মঞ্চে একত্রিত হয়েছেন। শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপজেলার সকল সাংবাদিক দলমত ভুলে শিবচর প্রেসক্লাবের ঐক্য প্রতিষ্ঠায় একমত হয়েছেন।
এই আলোচনা সভা শিবচরের সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘ ১৭ বছর ধরে এই সম্প্রদায় একটি ঐক্যবদ্ধ মঞ্চের অভাবে ভুগছিল। এই সভা তাদের সেই আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিয়েছে।
আলোচনায় সাংবাদিকরা প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের বিষয়টি তুলে ধরেছেন। তারা অভিযোগ করেছেন যে, প্রেসক্লাবকে একটি পৈতৃক সম্পত্তিতে পরিণত করা হয়েছিল এবং নির্বাচিত কয়েকজনের দ্বারা নিয়ন্ত্রিত করা হয়েছে। এই পরিস্থিতিতে সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকরা বঞ্চিত হয়ে আসছিল।
সাংবাদিকরা এই বৈষম্যের অবসান ঘটিয়ে প্রেসক্লাবকে পুনর্গঠনের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। তারা সকলে মিলে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রেসক্লাব গড়ার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন।
এই আলোচনা সভায় শিবচর উপজেলার প্রায় ৩৭ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে জনকণ্ঠ, ঢাকা রিপোর্ট২৪, এশিয়ান টিভি, দৈনিক জাতীয় অর্থনীতি, দ্য ডেইলি ট্রাইবুনাল, চ্যানেল এস, বঙ্গটিভি, বাংলাদেশ বুলেটিন, দৈনিক খবর পত্র, দেশের কণ্ঠ, সকালের সময়, জবাব দিহি, দৈনিক আইন বার্তা, রূপালী বাংলাদেশ ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধিরা অন্যতম।
এই আলোচনা সভা শিবচরের সাংবাদিকতার একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আশা করা যায়, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা শিবচরে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলবে।